Linux Bangla
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Modmin
Admin
Posts : 29
Join date : 2021-10-01
https://linuxbangla.forumotion.asia

ডায়নামিক ওয়ালপেপার Gnome ডেস্কটপে Empty ডায়নামিক ওয়ালপেপার Gnome ডেস্কটপে

Sun Feb 06, 2022 7:05 pm
ডায়নামিক ওয়ালপেপার Gnome ডেস্কটপে 6Dei3CN



ডায়নামিক ওয়ালপেপার বলতে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ওয়ালপেপারকে বুঝানো হয়। Mac OS Mojave তে উপরের ওয়ালপেপারটি ব্যবহার করা হয়েছিল। আপনি আপনার Gnome Desktop এ-ও এটা ব্যবহার করতে পারবেন।
যেভাবে সেট করবেন:
  1. নিচের লিংক থেকে আর্কাইভ ফাইলটি নামিয়ে এক্সট্রাক্ট করে নিন।
    https://drive.google.com/file/d/15OgA483Iap5KvKDXyL1AaEMZIkD3_Amx/view?usp=sharing
  2. অতঃপর পুরো ফোল্ডারটিকে কাঙ্খিত স্থানে রাখুন।
  3. এরপর ফোল্ডারের ভিতরের mojave.xml ফাইলটিতে যেসব লাইনে ছবির filesystem location বলে দেওয়া আছে সেসব যায়গায় আপনি যেখানে wallpaper গুলো রেখেছেন সেটার location set করে সেভ করুন।
  4. এরপর gnome-tweak-tool ইনস্টল করুন। উবুন্টু বেজড ডিস্ট্রোতে:
    Code:
    sudo apt install gnome-tweak-tool

  5. Gnome Tweak Tool এর appearance সেকশন-এ গিয়ে XML ফাইলটিকেই ওয়ালপেপার হিসেবে সেট করে দিন।
  6. যদি ওয়ালপেপার না চেঞ্জ হয় তবে Logout করলেই হবে ইনশাআল্লাহ।
  7. প্রয়োজনে ভিতরে দেয়া README টা পড়ে দেখুন।




Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum