Linux Bangla
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Modmin
Admin
Posts : 29
Join date : 2021-10-01
https://linuxbangla.forumotion.asia

Pastebin ব্যবহার করুন terminal output বা code share করতে Empty Pastebin ব্যবহার করুন terminal output বা code share করতে

Sun Nov 21, 2021 9:51 am
যারা এরর লগ বা কোড দিবেন তাদের মনে হয় একটু পেস্টবিন ব্যবহার শিখে রাখা ভাল। বেশি কিছু করতে হয় না, খালি পুরা জিনিসটা মাউস দিয়ে ক্লিক আর ড্রাগ করে সিলেক্ট করে কপি করে যেকোন পেস্টবিন সাইটে পেস্ট করে দেওয়া। তারপরে সেভ চাপলে একটা লিঙ্ক দিবে সেটা share দেওয়া।

কেন পেস্টবিন এ লিঙ্ক দিব?



- পড়তে সুবিধা। একটা মানুষ আপনাকে সাহায্য করার চেষ্টা করতেছে তার একটু সুবিধা করলে আপনার ১০ মিনিটের কাজ ৫ মিনিটে হবে।
- সার্চ করা সুবিধা। আপনি লিঙ্ক দিলে সেটা টেক্সট আকারে আসে আর ছবি দিলে পিক্সেল। একটা আমি কপি করে সার্চ বারে দিব আর একটা দেখে টাইপ করে। পরেরটায় ভুল হবার সম্ভবনা বেশি তাই সমাধানের দেরি হবার সম্ভবনাও বেশি।
- সবার জন্য সমতা। আমি যেখানে আছি সেখানে ব্রডবান্ড ইন্টারনেট আছে। একটা ২ মেগা ফাইল ব্যাপার না। খুলে যাবে ইমেজ ফাইল। কিন্তু আমি মোবাইল ডেটায় থাকলে? খুলতাম না। কিন্ত টেক্সট হলে? আমি খুলব না কি খুলব না সেটা আমি সিদ্ধান্ত নিবে তারপরে লিঙ্ক ক্লিক করব।

পেস্টবিন সাইট কই পাব?



এই জিনিস আলিতে গলিতে গাদা গাদা আছে*। নিচে লিঙ্ক দিলাম কিছু:
- hastebin.com (FOSS I love you)
- https://ghostbin.com
- https://privatebin.info/
- https://gist.github.com/
- https://pastebin.com/

* বিশ্বাস হয় না? এই নেন। ( https://alternativeto.net/software/pastebin/ ) ১২৮ টা আছে এক লিস্টে। 😛

লিখেছেন: @fazlerabbi37

Modmin likes this post

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum